বড় বড় মশা বানাচ্ছে বিল গেটসের সংস্থা অক্সিটেক
মশা তৈরির কথা এর আগে কেও ভেবেছে কি-না জানা নেই। তবে বিশ্বের সেরা ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঠিক ভেবেছেন। ভেবেছেন বললেও কম হবে, বলতে হবে তৈরি করছেন। গাড়ি, বাড়ি বা যন্ত্রপাতির বদলে বড় বড় মশা তৈরি করতে ব্যস্ত বিল গেটসের গবেষণাধর্মী সংস্থা অক্সিটেক (Oxitec)।
তবে এই ‘সুপার মসকিউটো’ আসলে ভালো মশা। অর্থাৎ রোগ ছড়ায় না।
অক্সিটেক জানিয়েছে, প্রতিবছর ছয় লাখেরও বেশি মানুষ মশাবাহিত রোগে মারা যায়। সেই রোগগুলোর মধ্যে রয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ। এই রোগগুলো নির্মূল করতেই কাজ করবে ‘সুপার মসকিউটো’।
ব্রিটেনের গবেষণাধর্মী সংস্থা অক্সিটেক জানায়, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি মশাগুলোর মধ্যে রয়েছে একটি বিশেষ ধরনের জিন। সেই জিন প্রজনন আটকে দিতে পারে অন্য মশাদের।
অক্সিটেকের তৈরি মশাগুলো পুরুষ মশা। স্ত্রী মশার সঙ্গে এদের মিলন হলে মারা যাবে স্ত্রী মশা। এর ফলে নতুন করে মশা জন্ম নেওয়ার হার কমে যাবে।
কোনো ব্যক্তি বা সংস্থা চাইলে এই মশা কিনে নিতে পারবে। মশাগুলো কিনে নিজের এলাকায় ছেড়ে দিলে মশার প্রজননের হার অনেকটাই কমে যাবে। এর ফলে রোগের হারও কমতে থাকবে।
আগস্ট ১৮, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: