• ঢাকা

  •  বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

প্রযুক্তি

পাহারাদার রোবট অ্যাস্ট্রো

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২৪

পাহারাদার রোবট অ্যাস্ট্রো

রোবট অ্যাস্ট্রো

চাকায় ভর করে পুরো ঘর ঘুরে ঘুরে পাহারা দিতে পারে অ্যামাজনের তৈরি অ্যাস্ট্রো। ক্যামেরা ও মাইক্রোফোন থাকায় আশপাশের শব্দ ও ভিডিও ধারণও করতে পারে এটি। ধারণ করা ভিডিও সরাসরি দেখাও যায়। এর ফলে দূর থেকে ঘরের নিরাপত্তা দেখভালের সুযোগ মিলে থাকে।

আর তাই ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে রোবটটি।

অ্যামাজন জানিয়েছে, অ্যাস্ট্রোতে এবার ঘরের পোষা প্রাণীর চেহারা শনাক্তকরণ-সুবিধা যুক্ত করা হয়েছে।

এই সুবিধা চালুর ফলে গৃহকর্তার অনুপস্থিতিতে পোষা কুকুর বা বিড়াল কী করছে, তা ধারণ করে সরাসরি দেখাবে রোবটটি। এর ফলে দূরে থাকলেও পোষা প্রাণীর দেখভাল করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির সাহায্যে ঘরের কোথায় কোন বস্তু রয়েছে, তা মনে রাখতে পারে অ্যাস্ট্রো। এর ফলে মনের ভুলে দরজা বা জানালা খোলা রাখলে অথবা ঘরে চোর প্রবেশ করলেই এটি গৃহকর্তাকে সতর্কবার্তা পাঠায়।

রোবটটির দাম এক হাজার ডলার।

এসবিডি/এবি

মন্তব্য করুন: